সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

সুনামগঞ্জে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

সুনামগঞ্জে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত
সুনামগঞ্জে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত

ক্রাইম ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাটে মসজিদের জমির মালিকানা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অর্ধশত আহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সালুটিকর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।

 

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মসজিদের দখলে থাকা একখণ্ড ভূমি নিয়ে শুক্রবার মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান এবং বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 

শনিবার সকালে উত্তেজনা নিরসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মিত্রিমহল গ্রামে যান। আলোচনার একপর্যায়ে বহর গ্রামের লোকজন গুলি ছুঁড়লে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অর্ধশতাধিক।

 

আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com