সুনামগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

সুনামগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি: জাল ভোট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ পৌরসভা মেয়র পদের উপ-নির্বাচনে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর দেড়টায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইনসান মিয়া।

ঐ কেন্দ্রে মোট ১৩৯৫ জন ভোটার আছেন। এর মধ্যে ৬৬৬ জন পুরুষ ও ৭২৯ জন নারী ভোটার রয়েছেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত, ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী এবং মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের ছোট ভাই দেওয়ান গনিউল সালাদীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যুবরণ করলে এই পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। পরে গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। গত ২ মার্চ তিন তরুণ প্রার্থী সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ের পর গত ১৩ মার্চ প্রতীক বরাদ্দ পান তারা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com