সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী
সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা- বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আবুধাবি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। তারা এ হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপও নিয়েছে। তবুও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।

গতকালও (১১ জানুয়ারি) সীমান্তে দুইজন বাংলাদেশী হত্যার শিকার হয়েছেন- এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ‘হ্যাঁ, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য ভারত সম্মতি প্রকাশ করেছিল। কিন্তু তারপরও এমন ঘটনা ঘটছে, বিষয়টিতে আমরা উদ্বিগ্ন।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে একজন নাগরিকও যেন মৃত্যুর সম্মুখীন না হয় সে ব্যাপারে এরই মধ্যে ঢাকা থেকে নয়াদিল্লি বার্তা দেওয়া হয়েছে।

এ সময় সাংবাদিকদের অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক খুব ভালো আছে। মিডিয়া শীতল বলে কিন্তু আমাদের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতে প্রধানমন্ত্রীর আগের সফরে নীতিগত সিদ্ধান্ত ছাড়াই সতেরোটি ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করে হয়েছে, চলতি সফরে আরো নতুন দিক উন্মোচিত হবে। আরব আমিরাত যেহেতু অনেকগুলো খাতে বিনিয়োগ করতে আগ্রহী, তাই বাংলাদেশও উৎসাহিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com