লোকালয় ২৪

সিলেট বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেট বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রাইম ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

৬ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ওই যাত্রীর নাম মর্তুজা অালী অানসারী (৬৩)। তিনি রাজধানীর গুলশান-১ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের চেঙ্গা বিমানবন্দর থেকে একটি বিমানে শাহজালালে অাসেন ওই যাত্রী। পরে বিমানবন্দরে নেমে তিনি হুইলচেয়ার ব্যবহার করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তার চেহারা দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। পরে তার কাছে স্বর্ণের বার রয়েছে বলে গোয়েন্দারা চ্যালেঞ্জ করেন। তিনি শুরুতে নিজেকে অসুস্থ দাবি করে বিষয়টি অস্বীকার করেন। শুল্ক গোয়েন্দারা জোর দিয়ে বলার পর ভয়ে আনসারী তার অন্তর্বাসে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণের বার করে দেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই যাত্রীকে অাটক করা হয়েছে। তার বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।