লোকালয় ২৪

সিলেটে ২৮ ও ২৯ অক্টোবর পরিবহন ধর্মঘট পালনের আহ্বান

সিলেটে ২৮ ও ২৯ অক্টোবর পরিবহন ধর্মঘট পালনের আহ্বান

লোকালয় ডেস্কঃ  সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবিতে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে চলছে শ্রমিক সমাবেশ। শ্রমিকদের এই কর্মসূচি থাকায় সিলেট থেকে ছেড়ে যাচ্ছেনা কোন দুর পাল্লার বাস। এতে করে ভোগান্তিতে পরেছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় পূর্ব নির্ধারিত বিভাগীয় শ্রমিক সমাবেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে শুরু হয়।

সমাবেশের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতারা দাবি আদায় না হলে আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুইদিন ব্যাপী পরিবহন ধর্মঘট পালনের আহ্বান জানান।

বিভাগীয় শ্রমিক সমাবেশে সকল উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ শ্রমিকরা উপস্থিত হয়েছেন বলে জানানো হয়েছে।

দুপুর সাড়েটায় এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সমাবেশ স্থলে উপস্থিত হননি। কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হবেন বলে জানা গেছে।

এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ওছমান আলী।

বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ সভাপতি সাদিকুর রহমান হিরু।