লোকালয় ২৪

সিলেটে রাতে বড় ভাই, ভোরে ছোট ভাই গ্রেপ্তার

সিলেটে রাতে বড় ভাই, ভোরে ছোট ভাই গ্রেপ্তার

লোকালয় ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহেদুর রহমান। গত বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আর গতকাল বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছোট ভাই উমেদুর রহমানকে।

উমেদ ছাত্রদলের সিলেট মহানগর কমিটির সাবেক যুগ্ম সম্পাদক। নগরের সোনারপাড়ার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, উমেদ একজন ‘কুখ্যাত সন্ত্রাসী’। সিলেট কোতোয়ালি ও শাহপরান থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

তবে উমেদের পরিবারের দাবি, রাজনৈতিক কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গত সিটি নির্বাচনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় শাহেদুর রহমান ক্ষমতাসীন দলের আক্রোশের মুখে পড়েন। এসব কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।