লোকালয় ২৪

সিলেটে নারীকে তল্লাশি করে আড়াই কেজি সোনা উদ্ধার

লোকালয় ডেস্ক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীর দেহ তল্লাশি করে আড়াই কেজির বেশি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই সোনা উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকে আটক করা হয়।

আটক ওই নারীর নাম ইয়াসমিন আক্তার (৩৫)। তিনি রাজধানী পূর্ব মিরপুরের মোশাররফ হোসেনের মেয়ে। ওসমানী বিমানবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৯৫ ফ্লাইটটি অবতরণ করে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এক নারী যাত্রীর দেহ তল্লাশিকালে সন্দেহ হয়। এ সময় ওই নারীর দুই পায়ে থাকা স্যান্ডেল কেটে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। পরে ওই নারীর তলপেটে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোট ২৪টি সোনার বারের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম।

ওই বিমানবন্দরের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হক সরকার জানান, উদ্ধার করা ওই সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। আটক নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।