লোকালয় ২৪

সিরিয়ায় রুশ হামলায় নিহত ৮৮ হাজার সন্ত্রাসী

সিরিয়ায় রুশ হামলায় নিহত ৮৮ হাজার সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্কঃ  সিরিয়ায় এখন পর্যন্ত রাশিয়ার বিমান হামলায় ৮৮ হাজার সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

২০ অক্টোবর, শনিবার সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে শোইগু এ তথ্য জানান।

পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

সের্গেই শোইগু জানান, এ রুশ হামলায় এখন পর্যন্ত ৮৭ হাজার ৫০০ সন্ত্রাসী নিহত, ১ হাজার ৪১১টি ঘাঁটি ধ্বংস এবং সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড মুক্ত করা হয়েছে।

গত ২ অক্টোবর রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সের্গেই শোইগু জানিয়েছিলেন, রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহের কাজ শেষ করেছে। তিনি বলেছিলেন, ‘সিরিয়ায় মোতায়েন করা আমাদের সেনা সদস্যদের আরও ভালো নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে সিরিয়ায় এস-৩০০ ব্যবস্থা নেওয়ার কাজ শেষ করেছি আমরা।’

গত ১৭ সেপ্টেম্বর, সোমবার সিরিয়ার লাতাকিয়া প্রদেশে চারটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গি বিমান সরকারি স্থাপনার ওপর হামলা চালায়। সে সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে এস-২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেটি গিয়ে সিরিয়ার আকাশে রাশিয়ার গোয়েন্দা বিমান আইএল-২০-কে আঘাত করে। ওই ঘটনায় ১৫ জন রুশ সেনা নিহত হয়। এ ঘটনার পরই সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দেয় মস্কো।