লোকালয় ২৪

সিঙ্গাপুরকে ৫০০ একর ভূমি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুরকে ৫০০ একর ভূমি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লোকালয় ডেস্কঃ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের জন্য সিঙ্গাপুরকে প্রাথমিকভাবে ৫০০ একর জমি দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০ জুলাই, মঙ্গলবার সিঙ্গাপুরের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন।

ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আপনাদের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি দেবো।’

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী পোলট্রি ও ডেইরি শিল্পের পাশাপাশি কৃষি ভিত্তিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের ওপর জোর দেন।

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের আড়াই হাজার একর জমি বরাদ্দ চাওয়ার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার প্রাথমিকভাবে ৫০০ একর জমি বরাদ্দ দেবে এবং পরে তা বাড়ানো হবে। বাংলাদেশ পূর্ব ও পশ্চিম এশিয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তাই সিঙ্গাপুরের ব্যবসায়ীরা তাদের এখানকার শিল্প কারখানা থেকে লাভবান হতে পারবেন।’

ওই সময় প্রতিনিধিদলের প্রধান সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের এসএস থিও জানান, তারা বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে ভালো সাড়া পেয়েছেন।