সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুর্ব্যবহারের জেরে ট্রাফিক পুলিশকে মারধর, মোটরসাইকেলে আগুন

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুর্ব্যবহারের জেরে ট্রাফিক পুলিশকে মারধর, মোটরসাইকেলে আগুন

অনলাইন ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকাজুড়ে শিক্ষার্থীদের আন্দালনের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কথা কাটাকাটি ও দুর্ব্যবহারের জেরে এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তার ওপর হামলা চালিয়ে তাকে মারধরও করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটর বাইকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন  একজন শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী বলেন, ‘ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটর বাইক ফেলে দৌঁড় দেন। পরে তাকে ঘিরে ফেলে পিটুনি দেওয়া হয়।’

আহত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিক্ষার্থীরাই তাকে পপুলার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

এদিকে, শিক্ষার্থীদের ওপরে হাত তোলার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে ওঠে আন্দোলনকারীরা। এ সময় তারা দু’টি বাস ভাঙচুর করে এবং সার্জেন্ট বায়েজিদের সরকারি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com