সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সালমানের ‘রেস ৩’ মুক্তির আগেই কোটিপতি!

সালমানের ‘রেস ৩’ মুক্তির আগেই কোটিপতি!

সালমানের 'রেস ৩' মুক্তির আগেই কোটিপতি!
সালমানের 'রেস ৩' মুক্তির আগেই কোটিপতি!

বিনোদন ডেস্কঃ বক্স অফিসের দৌড়ে সালমান খানের ‘রেস থ্রি’ ছবি মুক্তির আগেই এগিয়ে আছে। এবার ঈদে বলিউডের ভাইজান তাঁর ভক্তদের উপহার দিচ্ছেন ‘রেস’ সিরিজের এই নতুন ছবি। তৈরি করছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি মুক্তির আগেই কোটি রুপি আয় করেছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবি বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি হতে চলেছে। শোনা গেছে, সালমানের এই নতুন ছবির স্যাটেলাইট স্বত্ব ১৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

 

সালমানের ছবি বলেই স্যাটেলাইট কর্তৃপক্ষ বিপুল অর্থের বিনিময়ে এর স্বত্ব কিনেছে। অনেকেরই ধারণা, ঈদে সালমান খানের ছবি মানেই হিট। আরও শোনা গেছে, সাল্লু মিয়ার এই ছবির জন্য প্রথমে ৭৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন এই বলিউড তারকা। ছবির অন্যতম প্রযোজক রমেশ তৌরানিও নাকি স্যাটেলাইটের মূল্য এত কম হোক, তা চাননি।

এদিকে প্রযোজক হিসেবে সালমান ছবি থেকে উপার্জিত অর্থ এবং স্যাটেলাইট আয়ের অংশ নেবেন বলে আগেই স্থির করেছেন। গত বছর বলিউড সুলতানের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর স্যাটেলাইট স্বত্ব ৭০ কোটি রুপিতে বিক্রি হয়েছিল। বলিউডের ইতিহাসে এর আগে কোনো ছবি এত বেশি দামে স্যাটেলাইটে বিক্রি হয়নি। এবার নিজের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন সালমান। এবার তাঁর নিজের ছবি ‘রেস থ্রি’র ক্ষেত্রে স্যাটেলাইট স্বত্বের অঙ্ক আগের থেকে দ্বিগুণ করেছেন।

রেমো ডি সুজা পরিচালিত ‘রেস থ্রি’ মুক্তি পাবে আগামী ১৫ জুন। ছবিতে সালমান খান ছাড়া আরও দেখা যাবে ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com