৫২ বছরে পা রাখলেন বলিউডের টাইগার সালমান খান। রাত বারোটা বাজতেই সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকা সালমান খানকে শুভেচ্ছা জানান অন্যান্য তারকা ও ভক্তরা। তবে পার্টিতে উপস্থিত হয়েই বলিউডের ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারত জাতীয় দলে সাবেক অধিনায়ক ধোনি।
গত ২৬ ডিসেম্বর ছিল ভারতের বর্তমান অধিনায়ক কোহলি ও আনুশকার দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান। প্রথমে সেখানে স্ত্রী ও মেয়েকে নিয়ে উপস্থিত হন ধোনি। পরে ওই অনুষ্ঠান থেকে জন্মদিন উপলক্ষে নিজের ফার্মহাউজে সালমানে দেওয়া জাকজমকপূর্ণ পার্টিতে উপস্থিত হন ভারতের সাবেক এই অধিনায়ক। ধোনির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ভারতের আরেক ক্রিকেটার কেদার যাদব।
এদিকে ব্যস্ততার কারণে সালমানের পার্টিতে শাহরুখ উপস্থিত না হতে পারলেও এক সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মীদের সামনেই সালমানকে শুভেচ্ছা জানিয়ে হিন্দি গানের দুটি গান গেয়ে শোনান এই বলিউড কিং। সেইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন, সালমান দীর্ঘদিন বেঁচে থাকুন। যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সালমানকে চমক দেবার কথাও জানালেন শাহরুখ খান।