সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিএমএসএফ’র মানববন্ধন

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিএমএসএফ’র মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সাংবাদিক নিযার্তন বন্ধে যুগোপযোগী আইন প্রণনয়সহ বিএমএসএফ’র ১৪ দফা দাবীতে মানববন্ধন পালন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আজ রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিএমএসএফ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও চ্যানেল ২৬ এর জেলা প্রতিনিধি এ কে কাওসারের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন।

 

 

 

দৈনিক বাংলাদেশ খবরের হবিগঞ্জ প্রতিনিধি ফয়সল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক প্রভাকর সম্পাদক ও এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ছানু মিয়া, দি ডেইলী ট্রাইব্যুনাল জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচার নিবার্হী সম্পাদক দিদার এলাহী সাজু, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব নাইমী, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, দৈনিক প্রভাকর সহযোগী সম্পাদক সহিবুর রহমান।

 

 

বক্তব্য রাখেন, দৈনিক খোয়াই সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান, দৈনিক প্রতিদিনের বাণী স্টাফ রিপোর্টার নুর উদ্দিন সুমন, দৈনিক জনতার এক্সপ্রেস স্টাফ রিপোর্টার কাজী মিজান, চ্যানেল এস প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, দৈনিক হবিগঞ্জ সমাচার অফিস ইনচার্জ আখলাছ আহমেদ প্রিয়, দৈনিক হবিগঞ্জ সমাচার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, দৈনিক হবিগঞ্জের জননী স্টাফ রিপোর্টার মেহেদী হাসান জিসান, দৈনিক প্রভাকর স্টাফ রিপোর্টার আব্দুল হাই, নাসির উদ্দিন রাসেল, সেলিম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তরা বলেন- সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সাংবাদিক নিযার্তন বন্ধে যুগোপযোগী আইন প্রণনয় ও সাংবাদিক নিয়োগনীতিমালা প্রণনয়সহ বিএমএসএফ’র ১৪ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।

 

 

লোকালয়/একে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com