লোকালয় ২৪

সারাদেশে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ আছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হলো। আগামী ২৪ ঘণ্টা এই সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ হয়ে যায়। বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানিয়েছেন, সারাদেশে নয়, কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।

এদিকে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মোবাইল ফোন অপারেটরগুলো। উল্লেখ্য, ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধ হলেও টু-জি ইন্টারনেট সেবা চালু আছে।