সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আইসিইউতে

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আইসিইউতে

http://lokaloy24.com

গুরুতর অসুস্থ সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে আইসিইউতে নেয়া হয়েছে।

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক সংবাদমাধ্যমকে জানান, লিভারজনিত সমস্যার কারণে ১৮ জানুয়ারি তার বাবাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এখন কোভিড পরিস্থিতিতে তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে নেওয়া কঠিন। সে জন্য ডাক্তাররা ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদমাধ্যমকে জানান, তিনি সাবেক আইনমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।

সাবেক আইনমন্ত্রীর অবস্থা গুরুতর জানিয়ে তিনি তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

৮৬ বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com