লোকালয় ডেস্কঃ সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার পথে ৭৫টি উট পাখির বাচ্চা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পৃথক ঘটনায় বেশ কিছু সোনার গহনাও জব্দ করা হয়েছে।
শনিবার (২১ এপ্রিল) ভোরে সদর উপজেলার কুশখালী ও পদ্মশাখরা সীমান্ত থেকে স্বর্ণালঙ্কার জব্দ ও উট পাখির বাচ্চাগুলো উদ্ধার করা হয়। তবে, এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
জব্দকৃত সোনার গহনার মধ্যে রয়েছে, ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আংটি। উদ্ধাকৃত উট পাখির বাচ্চার সংখ্যা ৭৫টি।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার ভোরে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে ৭৫টি উটপাখির বাচ্চা উদ্ধার ও সকালে কুশখালী থেকে বেশ কিছু সোনার গহনা জব্দ করা হয়েছে।
উট পাখির বাচ্চাগুলো প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দাম নির্ধারণের জন্য গহনাগুলো জুয়েলার্সে নিয়ে যাওয়া হবে।