সাকিবই ড্রেসিংরুমের কাঁচ ভেঙ্গেছেন: শ্রীলংকার গণমাধ্যম

সাকিবই ড্রেসিংরুমের কাঁচ ভেঙ্গেছেন: শ্রীলংকার গণমাধ্যম

সাকিবই ড্রেসিংরুমের কাঁচ ভেঙ্গেছেন: শ্রীলংকার গণমাধ্যম
সাকিবই ড্রেসিংরুমের কাঁচ ভেঙ্গেছেন: শ্রীলংকার গণমাধ্যম

খেলাধুলা ডেস্কঃ উত্তেজনায় ঠাসা শ্বাসরুদ্ধকর ম্যাচে শুক্রবার (১৬ মার্চ) স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ওঠার বাঁধভাঙা উল্লাসের মাঝেই ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচ শেষে ভাঙা পাওয়া গিয়েছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের দরজা। তখন প্রশ্ন উঠেছিল, কে বা কারা ভেঙেছে এই ড্রেসিং রুমের দরজা?

ঘটনার চার দিন পর লঙ্কান সংবাদমাধ্যম ‘দ্য আইল্যান্ড’ দাবি করছে, এই ঘটনার নেপথ্যে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দ্বীপরাষ্ট্রের সংশ্লিষ্ট সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, কর্মীরাই নাকি জানিয়েছেন সাকিব ভেঙেছেন ড্রেসিং রুমের দরজা। জোরপূর্বক ড্রেসিং রুমের দরজা বন্ধ করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সেদিন ম্যাচ চলাকালীন মেজাজও হারাতে দেখা গিয়েছিল সাকিবকে। আম্পায়ারের সিদ্ধান্তে চটে গিয়ে সতীর্থদের মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে ফিরে যাওয়ার সময় ড্রেসিং রুমের দরজা প্রবল জোরে বন্ধ করতে গিয়েছিলেন সাকিব। আর তাতেই ভেঙে যায় দরজার কাচ।

সাকিবই ড্রেসিংরুমের কাঁচ ভেঙ্গেছেন: শ্রীলংকার গণমাধ্যম

সাকিবই ড্রেসিংরুমের কাঁচ ভেঙ্গেছেন: শ্রীলংকার গণমাধ্যম

সংবাদমাধ্যমটি তাদের ওই প্রতিবেদনের শীর্ষ ছবিতে জানাচ্ছে, ড্রেসিং রুমের দরজাটি ঠিক করতে বাংলাদেশি মুদ্রায় ৭৮ হাজার টাকা খরচ হবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পরদিন আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ড্রেসিং রুমের ভাঙা কাচের ছবি প্রকাশ করে। কে বা কারা ভেঙেছিলেন ড্রেসিং রুমের কাচের দরজা, তা নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ শুরু হয়ে গিয়েছিল। সে সময় কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল, বাংলাদেশি ক্রিকেটাররাই নাকি ড্রেসিং রুমে ভাঙচুর করেছেন!

প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফদের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর মাঠের ক্যামেরায় পাওয়া ভিডিও ফুটেজ যাচাই -বাছাই করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। কথা বলেছেন ড্রেসিং রুমে নিয়োজিত ক্যাটারিং স্টাফদের সঙ্গেও। সেই স্টাফরাও বলেছেন, বাংলাদেশি খেলোয়াড়দের মাধ্যমেই ভেঙেছে ড্রেসিং রুমের দরজা। ‘দ্য আইল্যান্ডের’ দাবি, ওই ক্যাটারিং স্টাফদের একজনই জানিয়েছেন দরজাটি ভেঙেছেন সাকিব।

তবে তাদের মুখের কথা আমলে না নিয়ে ঘটনা ইচ্ছাকৃত না দুর্ঘটনাবশত, সেটি নিশ্চিত হতে আরও ভিডিও ফুটেজ চেয়ে পাঠান ক্রিস ব্রড। সে সময় ব্রড জানিয়েছিলেন, ঘটনাটি প্রাথমিকভাবে চিহ্নিত খেলোয়াড়দের ইচ্ছাকৃত নয় বলেই মনে হচ্ছে তার। তবে ইচ্ছাকৃত হলে দোষী খেলোয়াড়কে গুনতে হতে পারে বড় রকমের জরিমানাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com