সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ৭৩তম

সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ৭৩তম

সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ৭৩তম
সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ৭৩তম

লোকালয় ডেস্কঃ যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সের (এনসিএসআই) তৈরি করা বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ১০০ দেশের মধ্যে ৭৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থানায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে এনসিএসআই।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ৮৩ দশমিক ১২ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স। আর যথাক্রমে ৮৩ দশমিক ১২ ও ৮১ দশমিক ৮২ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও এস্তোনিয়া।

সূচকে ২৫ দশমিক ৯৭ স্কোর পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কিছু দেশ থেকে এগিয়ে রয়েছে। এই অঞ্চলের মধ্যে শ্রীলঙ্কা ২৩ দশমিক ৩৮ স্কোর পেয়ে হয়েছে ৭৭তম। আর ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটান যথাক্রমে ১৮ দশমিক ৪৮, ১২ দশমিক ৯৯ ও ১২ দশমিক ৯৯ স্কোর পেয়ে ৮৩, ৯২ ও ৯৩তম স্থান অর্জন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com