লোকালয় ২৪

সাংবাদিক তুহিনের বোন জামাতার ১ম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক তুহিনের বোন জামাতার ১ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: আমেরিকা মিশিগান প্রবাসী এবং মৌলভীবাজারের আদপাশা নিবাসী মরহুম সৈয়দ আব্দুল মালিকের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হলো।

মরহুমের ছোট শ্যালক দৈনিক জনকন্ঠের প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন ও তার পরিবারবর্গের উদ্যোগে মঙ্গলবার বাদ জুহুর হবিগঞ্জের আহছানিয়া মিশনে আয়োজিত স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ,পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

সওদাগর মসজিদের ইমাম খতিব মাওলানা আজহার আহমেদ এবাদ, হাফেজ মৌলানা মুহিব, মাওলানা খন্দকার নাছির উদ্দিনের তেলাওয়াত ও মোনাজাত পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ- দোয়া মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞ এডিএম তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা বেগম, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ নাহিজ, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলাম মাসুদ, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন আরা সুলতানা, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ কামরুল ইসলাম, লন্ডন প্রবাসী এম এ মুমিন চৌধুরী বুলবুল,

সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তোফায়েল তরপদার, এয়ার লিংকের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন, বিশিষ্ট আইনজীবি মুখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন, উমেদনগরের মোঃ এনাম আহমেদ, ব্যবসায়ী ওয়ালিদ মিয়া, জলিল মিয়া, মোছাদ্দেক মিয়া ও এতিম শিশুরা সহ বহু গণমান্য ব্যক্তিবর্গ।

এদিকে মরহুম সৈয়দ মালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে শিরনীতে অংশ নেন সকলে।