লোকালয় ২৪

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা প্রধানমন্ত্রীর

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা প্রধানমন্ত্রীর

লোকালয় ডেস্কঃ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) গণভবনে সাংবাদিক নেতাদের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবির মহাপরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি শাহ আলমগীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।