সরে দাঁড়ালেন রওশন, রিটার্নিং কর্মকর্তা বললেন সুযোগ নেই

সরে দাঁড়ালেন রওশন, রিটার্নিং কর্মকর্তা বললেন সুযোগ নেই

সরে দাঁড়ালেন রওশন, রিটার্নিং কর্মকর্তা বললেন সুযোগ নেই
সরে দাঁড়ালেন রওশন, রিটার্নিং কর্মকর্তা বললেন সুযোগ নেই

ময়মনসিংহ প্রতিনিধি-  নিজের পুরনো ময়মনসিংহ-৪ আসনের পাশাপাশি ময়মনসিংহ-৭ আসনে মনোনয়নপত্র দাখিল করলেও শেষটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মহাজোটের শরিক দল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে ময়মনসিংহ-৭ আসনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি।

তবে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এটি গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। বুধবার এ কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি আমাকে পাঠিয়েছেন তিনি। তবে গত সোমবার প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের আর কোনো সুযোগ নেই তার।’

প্রসঙ্গত, একাদশ সংষদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের পাশাপাশি ময়মনসিংহ-৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন রওশন এরশাদ। ময়মনসিংহ-৭ আসনে আওয়ামী লীগ রুহুল আমিন মাদানীকে প্রার্থী করেছে। তবে ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী রাখেনি আওয়ামী লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com