সরিয়ে নেয়া হলো বিতর্কিত দুই ওয়েব সিরিজ

সরিয়ে নেয়া হলো বিতর্কিত দুই ওয়েব সিরিজ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ সম্প্রতি সমালোচনার ঝড় উঠে দেশীয় নতুন অ্যাপের প্রযোজনায় নির্মিত তিনটি ওয়েব সিরিজ নিয়ে। ওয়েব সিরিজ তিনটি হলো ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। অবশেষে ওয়েব সিরিজ তিনটির মধ্যে বুমেরাং ও সদরঘাটের টাইগার সরিয়ে নেয়া হয়েছে। আর কিছু দৃশ্য সংশোধন করে ‘আগস্ট ১৪’ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের উদ্যোগেই চালু হয় দেশের প্রথম ভিডিও স্ট্রিমিং সাইট ‘বিঞ্জ’।

প্রতিষ্ঠানটির বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান জানিয়েছেন, আমরা পুরো বাণিজ্যিক কার্যক্রম এখনো শুরু করিনি। দেখছিলাম, দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেয়। কিন্তু সেটি পাইরেসি হয়ে ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পাইরেসির ফলে সর্বস্তরের দর্শকদের কাছে এটি চলে যায়। অথচ সবার জন্য এই সিরিজগুলো বানানো হয়নি। তবু সবার প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানিয়েই দুটো সিরিজ সরিয়ে নিয়েছি।

তিনি আরো বলেন, ‘আগস্ট ১৪’তেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সঙ্গে পাইরেসি রোধের জন্য সচেতন হয়েছি আমরা। মাত্র ওয়েব সিরিজ মাধ্যমটির যাত্রা শুরু হলো। ফলে কিছু ভুল-ত্রুটি হয়েছে হয় তো। এটা নিয়ে বিতর্ক থাকুক, আমরা চাই না।

সম্প্রতি অ্যাপভিত্তিক ওয়েব সিরিজ নির্মাণের পক্ষে ১১৮ জন নির্মাতা জোটবদ্ধ হয়ে বিবৃতি দেন। বিপরীতে ৭৯ জন বিশেষ ব্যক্তিত্ব এক হয়ে পাল্টা বিবৃতি দেন। বিতর্কের মধ্যেই বিঞ্জ কর্তৃপক্ষ তাদের অভিযুক্ত দুটি সিরিজ নামিয়ে ফেলে এবং একটিতে পরিবর্তন আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com