লোকালয় ২৪

সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পেলো রোবট!

সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পেলো রোবট!

চিত্র-বিচিত্র ডেস্ক : সৌদি আরবে সরকারি চাকরিতে প্রথমবারের মতো একটি রোবটকে নিয়োগ দেওয়া হয়েছে। এরইমধ্যে দেশটির একটি দপ্তরে দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে রোবটটি। দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ সংবাদ জানানো হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, গত রবিবার সৌদি আরবের শিক্ষামন্ত্রী আল-ঈসা ও টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি)-র গভর্নর আহমেদ আল-ফাহাইদ এর উপস্থিতিতে প্রথম মিটিংয়ে অংশগ্রহণ করে রোবটটি।

শিক্ষামন্ত্রী আহমেদ আল-ঈসা জানিয়েছেন, রোবটটিকে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশনে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে সৌদি নাগরিকেরা সর্বাধুনিক প্রযুক্তির সেবা পাবে, যা সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পুনর্গঠণ প্রক্রিয়া পূরণে সহায়ক হবে।