সমুদ্র পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক

সমুদ্র পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক

সমুদ্র পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক
সমুদ্র পথে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক

কক্সবাজার- সাগরপথে কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

রোববার মধ্যরাতে শাহপরীরদ্বীপ খুরেরমুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় দালাল চক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ নারী, ১১ শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন। তারা সবাই কুতুপালং এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকায় দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি দল প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২২ রোহিঙ্গাকে আটক করা হয়। তার মধ্যে ১১ শিশু, ১০ নারী ও এক পুরুষ রয়েছে।

এর আগে গত দুই দিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা করে বিজিবি ও পুলিশ। এর মধ্যে ৩৮ জন রোহিঙ্গা নারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com