লোকালয় ২৪

সবাইকে এক হওয়ার আহ্বান শাহরুখের করোনা প্রতিরোধ

lokaloy24.com

অনলাইন ডেস্ক: নিবিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে এবার সচেতনতা প্রচারে এগিয়ে এলেন বলিউড বাদশা শাহরুখ খান। এক ভিডিও বার্তায় করোনা প্রতিরোধে সকলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন এই বলিউড কিং।

শুক্রবার নিজের টুইটারে একটি ভিডিও বার্তায় শাহরুখ খান বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের এক হতে হবে। এই পরস্থিতিতে হারাতেই হবে। আমি সকলের কাছে আবেদন করছি দয়া করে যতটা সম্ভব বাইরে না বের হওয়ার চেষ্টা করুন। যেখানেই থাকুন সুরক্ষিত থাকুন, হাঁচি, কাশির সময় মুখ ঢাকুন। যতটা সম্ভব বাইরে না বের হওয়ার চেষ্টা করুন। বাড়িতে থাকাই শ্রেয়। আপনার আশপাশে কেউ সর্দি-কাশিতে আক্রান্ত হলে, তাঁদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, এই সুরক্ষার জন্য সাবধানতা আমাদের সকলকে মেনে চলতে হবে।বিশ্বের ১৬৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ হাজার জন।মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ।