লোকালয় ২৪

সন্তানদের অবহেলার শিকার তৌহিদুলের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

সন্তানদের অবহেলার শিকার সেই বাবার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় সন্তানদের অবহেলার শিকার তৌহিদুল ইসলামের (৭০) ভরণপোষণের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বাহিনীটির দীঘিনালা জোন এই দায়িত্ব নেয়। ইতিমধ্যে তাঁর চিকিৎসাও শুরু করেছে।

দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ‘তৌহিদুল ইসলামের করুণ দশা নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি আমার নজরে এসেছে। এখন থেকে তৌহিদুল ইসলামের চিকিৎসাসহ ভরণপোষণের দায়িত্ব আমাদের। আমরা তাঁর বোন মমতাজ বেগমকে বলেছি তাঁকে আশ্রয় দিতে। প্রয়োজনে ঘরও নির্মাণ করে দেব। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসাসেবা চলছে। আনুষঙ্গিক খরচের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।’

গতকাল সোমবার সেনাসদস্যরা যাত্রীছাউনি থেকে তৌহিদুল ইসলামকে জোন সদরে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনীর চিকিৎসক তাঁকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে অ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

তৌহিদুল ইসলামের ছোট বোন মমতাজ বেগম (৫৫) বলেন, ‘আমার অন্য ভাই ও ভাতিজাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও আমার আর্থিক অবস্থা খুব খারাপ। ভাইয়ের দেখাশোনার দায়িত্ব সেনাবাহিনী আমাকে দিয়েছে। তবে সব খরচ সেনাবাহিনী বহন করবে বলেছে।’