সাত বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে টেলিভিশনে খবর পড়লেন উপস্থাপিকা কিরণ নাজ। পাকিস্তানের সামনা টিভির সঞ্চালিকা তিনি। খবরের শুরুতেই নাজ বলেন, ‘আজ আমি শুধু আপনাদের নিউজ অ্যাঙ্কার নই, এখানে আজ আমি একজন মা হিসেবে উপস্থিত হয়েছি। সে কারণেই আমার কোলে রয়েছে আমার ছোট্ট মেয়ে। প্রতিবাদ। শিশুদের উপর ঘটে চলা ধর্ষণ, যৌন হেনস্থার প্রতিবাদে নাজের এই এই অভিনব প্রচার নজর টেনেছে।
গত ৪ জানুয়ারি সাত বছরের শিশুকন্যাকে কোরান ক্লাস থেকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘিরে এখন বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ৪ তারিখ শিশুটি অপহরণ করা হয়। এরপর ৯ জানুয়ারি আবর্জনার স্তুপের মধ্য থেকে উদ্ধার হয় তার মরদেহ। শিশুটির মা-বাবা সেই সময় সৌদি আরবে গিয়েছিলেন। এই ঘটনাকে ঘিরে পাকিস্তানে এখন বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে।