সংবাদ শিরোনাম :
সত্যিকারের নায়ক ’ডক্টর স্ট্রেঞ্জ’ বেনেডিক্ট কাম্বারব্যাচ

সত্যিকারের নায়ক ’ডক্টর স্ট্রেঞ্জ’ বেনেডিক্ট কাম্বারব্যাচ

সত্যিকারের নায়ক ’ডক্টর স্ট্রেঞ্জ’ বেনেডিক্ট কাম্বারব্যাচ
সত্যিকারের নায়ক ’ডক্টর স্ট্রেঞ্জ’ বেনেডিক্ট কাম্বারব্যাচ

বিনোদন ডেস্কঃ শুধু পর্দায় নন, বাস্তব জীবনেও বেনেডিক্ট কাম্বারব্যাচ নায়কের অবতার নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি এক ব্যক্তিকে তিনি বাঁচালেন এক দল দুর্বৃত্তের হাত থেকে। আর এই নায়কসুলভ কাজের পর তিনি কোনো উচ্চবাচ্য না করেই চলে গেলেন আড়ালে। তাঁর এই সাহসিকতার গল্প সামনে নিয়ে এলেন এক উবারচালক।

৫৩ বছর বয়সী উবারচালক ম্যানুয়েল ডিয়াস হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ও তাঁর স্ত্রী সোফি হান্টারকে একটি ক্লাবে নিয়ে যাচ্ছিলেন। যুক্তরাজ্যের লন্ডনের মেরিলবোন হাই স্ট্রিটের কাছে যেতেই গাড়ির জানালা দিয়ে কাম্বারব্যাচ ও গাড়ির চালক ম্যানুয়েল দেখেন চার দুর্বৃত্ত এক যুবককে মারছে। সেই যুবক ডেলিভারকো নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ছেলেটিকে বাঁচাতে দৌড়ে যান কাম্বারব্যাচ। উবারচালক ম্যানুয়েল ডিয়াস বলেন, ‘আমি প্রথমে চিনতে পারিনি যে তিনি বেনেডিক্ট কাম্বারব্যাচ। কিন্তু তিনি যখন ছেলেটিকে বাঁচাতে গাড়ি থেকে নেমে যাচ্ছিলেন, তখন আমি তাঁকে চিনতে পারি।’

দুর্বৃত্তরা ডেলিভারিকোর ছেলেটির কাছ থেকে তাঁর সাইকেল কেড়ে নিতে চাইছিল। সাইকেলের হেলমেট দিয়ে ছেলেটির মাথায় আঘাত করেছিল তারা। রক্ত ঝরছিল ছেলেটির মাথা থেকে। ‘শার্লক হোমস’ বেনেডিক্ট কাম্বারব্যাচ ঘটনাস্থলে গিয়ে ছেলেটির ওপর থেকে চার দুর্বৃত্তকে টেনে সরান। ম্যানুয়েলের ভাষায়, সে সময় দুর্বৃত্তরা বেনেডিক্টকেও ঘুষি মারতে তেড়ে আসে। কিন্তু তাদের সাহসের সঙ্গে প্রতিরোধ করেন বেনেডিক্ট। চিৎকার করে বলতে থাকেন, ‘দূরে যাও এখান থেকে। ওকে ছেড়ে দাও।’

ম্যানুয়েল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘দুর্বৃত্তরাও হয়তো চিনতে পেরেছিল বেনেডিক্টকে। এ জন্যই তাঁর হুঁশিয়ারি শোনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। ওরা চলে যাওয়ার পরপরই বেনেডিক্ট আহত ছেলেটিকে জড়িয়ে ধরেন। সে ঠিক আছে কি না জানতে চান। পরে ছেলেটিকে একটি সুরক্ষিত জায়গায় রেখে আমরা গাড়ি নিয়ে ক্লাবের দিকে যাই।’

এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে বেনেডিক্টের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। বেশি কথা বাড়াননি মার্ভেলের অতিমানব ‘ডক্টর স্ট্রেঞ্জ’। তিনি বলেন, ‘হ্যাঁ, আমিই সেই ব্যক্তি। এটা তেমন বড় কিছু নয়। এভাবে কাউকে বিপদে দেখলে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক।’ সূত্র: দ্য সান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com