লোকালয় ২৪

সংসদ নির্বাচন ছিলো রেকর্ডে রাখার মতো সুষ্ঠু-নিরপেক্ষ: সিইসি

সংসদ নির্বাচন ছিলো রেকর্ডে রাখার মতো সুষ্ঠু-নিরপেক্ষ: সিইসি

ঢাকা- একাদশ জাতীয় নির্বাচন রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, উপজেলা ও ঢাকার দুই সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে বলে আশা করি।

একইসঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির উপ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য নিরপেক্ষ দায়িত্ব পালন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় এসব কথা বলেন সিইসি।

নুরুল হুদা জানান, নির্বাচনে অনিয়ম হলে সে যে দলেরই হোক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে আচারণবিধি ভঙ্গ না করে প্রত্যেক প্রার্থী যেন প্রচারের সময় সমান সুযোগ পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি নির্বাচনকেও সুষ্ঠু করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘নির্বাচনকে আমাদের সুষ্ঠু করতে হবে, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকল প্রার্থী সমান সুযোগ পাবে এটাই আমাদের কাছে প্রাধান্য।’