লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টি ছাড়া বিরোধী দল হিসেবে আর কোনও দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় সংসদকে কার্যকর সংসদে পরিণত করতেই জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে।’
বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে অনির্ধারিত ব্রিফিং-এ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জিএম কাদের।
এসময় তিনি বলেন, ‘জাতীয় পার্টি ছাড়া আর কোনও দলই কার্যকর ভূমিকা রাখার অবস্থায় নেই। এ কারণেই, জাতীয় পার্টি এবার আর সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করছে না।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিতে কোনও বিভেদ নেই। এখনও জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর দিক নির্দেশনাতেই চলছে। জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থায় ঐক্যবদ্ধ আছে।’
সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় পার্টি থেকে চার জন সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হবেন এবং এই তালিকা পার্টির চেয়ারম্যান চূড়ান্ত করবেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্ত্রীয় নেতা এমএ রাজ্জাক খান, মো. মহিবুল্লাহ্, হাফিজ আহমেদ পিটু, আনোয়ার হোসেন তোতা, জিয়াউর রহমান বিপুল আরও অনেকে।
Leave a Reply