সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল বিএনপি: হবিগঞ্জে সম্মেলনে সেতুমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল বিএনপি: হবিগঞ্জে সম্মেলনে সেতুমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল বিএনপি: হবিগঞ্জে সম্মেলনে সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের নির্যাতনের মাধ্যমে বিএনপি সারা বিশ্বে রেকর্ড করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের সবচেয়ে আপনজন।

‘বিএনপি দেশের সংখ্যালঘুদের কাছে জনপ্রিয়’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বুধবার হবিগঞ্জে এক সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন। শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ছয় বছর আমরা অন্ধকারে ছিলাম। তখন সৌভাগ্যের বরকন‌্যা হয়ে বাংলার রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার আগমন ঘটে। বন্দি গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে আওয়ামী লীগকে সংগঠিত করেন। বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কোনো দূষিত রক্ত রাখা হবে না। আওয়ামী লীগে বিশুদ্ধ রক্তের সঞ্চালন করা হবে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপির সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবুব আলী, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com