লোকালয় ২৪

শ্রীলঙ্কায় ডেঙ্গুর মহামারী, আক্রান্ত ৪৮ হাজার

শ্রীলঙ্কায় ডেঙ্গুর মহামারী, আক্রান্ত ৪৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : ডেঙ্গু প্রায় মহামারীর আকার নিতে বসেছে শ্রীলংকায়। এই ভাইরাসজনিত কারণে শ্রীলঙ্কায় চলতি বছরে ৫২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ।

এমতাবস্থায় প্রচন্ড জ্বরের সাথে বারবার বমি, লাল প্রস্রাব দেখা দিলে অবিলম্বে চিকিত্‍সকের পরামর্শ নেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা।

দেশটির রাজধানী কলম্বোতে সর্বোচ্চ সংখ্যক ৯ হাজার ৫শ’র বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। কলম্বো ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী গামপাহা ডিস্ট্রিক্ট ও পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া ডিস্ট্রিক্টের বাসিন্দাদের মধ্যেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জানা গেছে শ্রীলংকান সরকারের বাহুবিধি চেষ্টার পরও দেশ থেকে ডেঙ্গুকে দূরে রাখা যাচ্ছে না, যা নিয়ে বেশ চিন্তিত দেশের প্রশাসন।