লোকালয় ২৪

‘শ্রমিকরা কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা, পাবে না মজুরিও’

‘শ্রমিকরা কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা, পাবে না মজুরিও’

ঢাকা- কাল থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিলে কোন মজুরি দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ ভবনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘শ্রমিকরা কাজ না করলে আগামীকাল (সোমবার) থেকে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা হবে।’

পোশাক খাতের শ্রমিকদের জন্য গত নভেম্বরে ঘোষিত নতুন মজুরি কাঠামোয় অসংগতির অভিযোগে ডিসেম্বর থেকেই শ্রমিক অসন্তোষ লেগে আছে এ খাতে। গত ৮ ডিসেম্বর শুরু হওয়া এ অসন্তোষ গতকালও চলমান ছিল। মাঝে নির্বাচনের সময়ে এ অসন্তোষ কিছুটা স্তিমিত হলেও ৬ জানুয়ারি থেকে অসন্তোষের মাত্রা বাড়তে থাকে।

অসন্তোষের প্রেক্ষাপটে বিদ্যমান মজুরি কাঠামোর তিনটি গ্রেডে শ্রমিকের মূল মজুরি বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। গতকাল শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান উভয় পক্ষের প্রতিনিধিরা।