শ্রমজীবীদের নিয়ে বিশেষ ‘ইত্যাদি’র প্রচার আজ

শ্রমজীবীদের নিয়ে বিশেষ ‘ইত্যাদি’র প্রচার আজ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ঢাকার সাভারের ইপিজেডের সামনে ধারণ করা ইত্যাদির বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আজ। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এটি। এ পর্বটি উৎসর্গ করা হয়েছে শ্রমজীবী মানুষের উদ্দেশে।

ইত্যাদির এ পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে রয়েছে, চট্টগ্রামের বোয়ালখালীর-রক্তদাতা আশীষ কান্তি মুহুরি, কীটনাশকের বিকল্প, দেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোয় মালিক-শ্রমিকদের মধ্যে চমৎকার সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন।

এ ছাড়া শিল্প প্রতিষ্ঠানের কর্মবীরদের অংশগ্রহণে রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠও দিয়েছেন শ্রমজীবী শিল্পীরা। আরেকটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী ও সুবীর নন্দী। এ পর্বে দর্শক বাছাই করা হয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ও রফতানি পণ্য নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে।

দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী মো. আবদুল জব্বার ও ফকির আলমগীর। আরো থাকছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ।

বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com