লোকালয় ২৪

শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৩৮৬, অজিদের ৬ উইকেট

সকালে অনুশীলনের সময় বল লেগেছিল হাতে। ঘণ্টাখানেক মাঠের বাইরেই ছিলেন জো রুট। সেই ব্যথার ছিটেফোঁটাও ছিল না ব্যাটিংয়ে। বরং অস্ট্রেলিয়ার জয়-পরাজয়ের মাঝের দেয়াল হতে পারতেন ইংল্যান্ড অধিনায়ক। চতুর্থ দিনের শেষ ওভারে প্রতিরোধ ভাঙে রুটের। মিচেল স্টার্কের বলে ২৪ রানে ফিরে যান উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির তালুবন্দি হয়ে। অ্যাডিলেড টেস্টের নিয়তিও নির্ধারিত হয়ে যায় তাতে। আজ শেষ দিন অভিনব কিছু না ঘটলে হারটা সময়ের অপেক্ষা ইংল্যান্ডের।

অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষ করেছিল ২৮২ রানে এগিয়ে থেকে। গতকাল মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পর ৯ উইকেটে ইনিংস ঘোষণা করে ২৩০ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৬৮। ক্রিকেট ইতিহাসে এত বেশি রান তাড়া করে জয়ের উদাহরণ নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডিলেডে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ১৯০২ সালে, ৩১৫ রানের।

৪ উইকেটে ৮৬ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ইংলান্ড। অ্যাডিলেড টেস্টের আজ শেষ দিন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আরো ৩৮৬ রান, আর অস্ট্রেলিয়ার দরকার আর মাত্র ৬ উইকেট।