লোকালয় ২৪

‘শেখ হাসিনা আমার মা’- শামীম ওসমান

‘শেখ হাসিনা আমার মা’- শামীম ওসমান

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের শোক র্যালি পরবর্তী আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমি আওয়ামী লীগের সবচেয়ে নগণ্য কর্মী। শেখ হাসিনা আমার মা। তবে আমি জানি, শেখ হাসিনার জন্য যতটুকু ঝুঁকি আমি নিতে পারবো, তারচেয়ে বেশি ঝুঁকি নিতে পারবে তার কর্মীরা।’

শামীম ওসমান বলেন, যাদের ওপর জনগণের ভিত্তি বা আস্থা নেই তাদের ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নেই। যারা সরকারকে আঘাত দেয়ার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনাকে টার্গেট করছেন, যারা খন্দকার মোস্তাকের বংশধর, তারা বিভিন্ন মাধ্যমে আমাদের নেতাকর্মীদের চরিত্র হনন করছেন। নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। যারা আওয়ামী লীগের ভালো চায়নি তারাই এখন বড় কথা বলছে।

শামীম ওসমান বলেন, ‘কেউ যদি মনে করে, এই সাজানো সংসারে কোনও অঘটন ঘটাবে, যদি কেউ আমার নেতাকর্মীর নামে গেম খেলার চেষ্টা করে, কেউ যদি শেখ হাসিনার কর্মীদের গায়ে ফুলের আচড়ও দেওয়ার চেষ্টা করে, নারায়ণগঞ্জ শহর দাউ দাউ করে জ্বলে উঠবে; জাতির পিতার কর্মীদের নিয়ে এই শপথ করলাম।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। শুধু জাতির পিতাকে নয়, তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। আল্লাহের রহমতে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। আর বেঁচে গিয়েছিলেন বলেই আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

শোক র্যালিতে আরও ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, যুগ্ম সম্পাদক কালিপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, রুহুল আমিন মোল্লা, আরিফুল হক হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, যুবলীগ নেতা মাহবুব আলম প্রমুখ।