শুল্ক বৃদ্ধির পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি প্রায় শূণ্যের কোঠায়

শুল্ক বৃদ্ধির পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি প্রায় শূণ্যের কোঠায়

শুল্ক বৃদ্ধির পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি প্রায় শূণ্যের কোঠায়
শুল্ক বৃদ্ধির পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি প্রায় শূণ্যের কোঠায়

হিলি প্রতিনিধি: চালের শুল্ক বৃদ্ধি করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি প্রায় শূন্যের কোঠায়। সরকারের এমন সিদ্ধান্তে খুশি সাধারন কৃষকেরা।

গতকাল সরকার চালের উপর যে শুল্ক আরোপ করেছে এতে করে হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি প্রায় বন্ধ রয়েছে।

হিলির সাধারণ কৃষকরা বলছেন, অনেক দেরিতে হলেও সরকারের এমন পদক্ষেপকে খুশি স্থানীয় কৃষক। তবে কৃষকদের দাবি সরকারের এই চাল আমদানিতে শুল্ক আরোপটি যেন দীর্ঘ মেয়াদী হয়। সরকার যেন কৃষকের নিকট থেকে ধান ক্রয় করে এমনটাই আশা তাদের। তাহলে সাধারণ কৃষকরা আগামীতে লাভবান হবেন।

হিলি স্থলবন্দরের চাল আমদানি কারক ললিত কুমার জানান, শুল্ক বৃদ্ধির ফলে পূর্বের চালের এলসি গুলো তারা বাতিল করবেন। নতুন করে তারা আর কোন চালের এলসি করবেননা। পাশাপাশি তারা কৃষকের স্বার্থে সরকারের এমন সিদ্ধান্তকে  সাধুবাদ জানিয়েছেন, কেননা কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

হিলি কাস্টমস্ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, হিলি স্থল বন্দর দিয়ে গত ২১ মে পর্যন্ত ২৮% শুল্কে চাল আমদানি হলেও বর্তমানে নতুন শুল্কে কোন প্রকার চাল ছাড় হয়নি।

এদিকে পানা পোর্ট লিংক লিঃ এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব জানান, প্রতিদিন এই বন্দর দিয়ে চাল আমদানি হয়ে থাকে, গতকাল বুধবার ৯ ট্রাক চাল আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে এবং সেই চাল গুলো বন্দর থেকে খালাস হয়েছে। তবে নতুন শুল্ক আরোপের পর আজ (২৩ শে মে) বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে ভারত থেকে কোন প্রকার চালের ট্রাক প্রবেশ করেনি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com