লোকালয় ২৪

শুরুতেই রোনালদোর পেনাল্টি মিস, গোল না করেও ফাইনালে জুভেন্টাস

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  দীর্ঘ তিন মাস পর মাঠে নেমেছিলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফেরার দিনে দর্শকদের হতাশা উপহার দিয়েছেন তিনি। কোপা ইতালিয়ার সেমিফাইনালে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করেছেন সিআর সেভেন। ম্যাচে কোনো গোল না হলেও প্রথম লেগের ফল হিসেবে ফাইনালে উঠেছে তার দল জুভেন্টাস।

শুক্রবার রাতে জুভেন্টাস ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটেই পেনাল্টি পায়। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ১৫৩ বার পেনাল্টি শট করেছেন রোনালদো। গতকালের সহ মিস করেছেন সর্বমোট ২৬টি। জুভেন্টাসের হয়ে দ্বিতীয়বারের মতো পেনাল্টি মিস করলেন রন। এর আগে গতবছরের জানুয়ারিতে প্রথমবার পেনাল্টি মিস করেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।

রোনালদোর পাশাপাশি দলের অন্য সতীর্থরাও নিজের সেরাটা খেলতে পারেননি। ম্যাচ জুড়েই আক্রমণ-প্রতি আক্রমণে ব্যস্ত থেকেছে এসি মিলান ও জুভেন্টাসের ফুটবলাররা। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি।

এর আগে ফেব্রুয়ারিতে সেমির প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্টাস। তাই ফিরতি লেগে কোনো গোল না হলেও অ্যাওয়ে ম্যাচে গোলের সুবাদে ফাইনালে উঠেছে তুরিনের দলটি।