লোকালয় ২৪

শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

http://lokaloy24.com/

লোকালয় ডেস্ক:করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভার্চুয়ালি হলেও শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৮ আগস্ট) বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব নয়।