লোকালয় ২৪

শিক্ষার্থীদের সু-শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী সকল শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন তিনি। এ সময় জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির।

তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজনের ব্যবস্থা করেছে।

এমপি আবু জাহির আরো বলেন, আমিও একসময় খেলাধুলার সাথে জড়িত ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবিগঞ্জের সকল ক্ষেত্রেই উন্নয়নের পাশাপাশি আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমি কাজ করেছি।

তিনি আরো বলেন, যে জাতি কারিগরী শিক্ষায় বেশি সেই জাতি তত বেশি উন্নত। তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষা ব্যবসাসহ সকল শিক্ষার্থীদের সু-শিক্ষা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। যে কারণে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করার আহবান জানান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা শিক্ষ অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দল মুকিত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ মুজিবুর রহমান মারাজ মেম্বার। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন, শিউলী বেগম, জবা রায়, সাবেক অভিভাবক সদস্য মেরাজ আলী, আমেরিকান প্রবাসী আয়াত আলী, উসমান আলী মিনু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, করাঙ্গী নিউজ২৪এর বার্তা সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, মাওলানা আব্দুল কাদির, অপুদাশ, জমির আলী,মাসুক রানা,হামিদুল হক বুলবুল, বিশিষ্ট্য মরুব্বি আব্দুল আলীম নবীর মেম্বার।

অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। শুরুতেই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির নেতৃবেৃন্দ।