লোকালয় ২৪

‘শিক্ষার্থীদের মতো জনগণও রাস্তায় নেমে আসবে’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মতো জনগণও সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটানোর জন্য শিগগির রাস্তায় নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর ‘প্রতারণার’ কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদের নয় দফা দাবি পূরণে সরকারের আশ্বাসের ওপর শিক্ষার্থীদের বিশ্বাস নেই।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশীদার লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বলছে যে তারা আওয়ামী লীগের ডিজিটাল নয়, নিরাপদ বাংলাদেশ চায়। দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যে আন্দোলন হচ্ছে তা জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ।’

তিনি দাবি করেন, ‘সরকারের ব্যাপক দুর্নীতি, লুটপাট ও অপশাসনের কারণে জনগণের মনেও ক্ষোভ রয়েছে। ‘জনগণ ক্ষোভের বিস্ফোরণ ঘটাবে। এটা অবশ্যই হবে…অপেক্ষা করুন এবং দেখুন।’

মওদুদ আহমদ আরো বলেন, ‘শুধুমাত্র তাদের দলের সমর্থকরাই নয়, সব গণতান্ত্রিক ও রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমে আসবে।’ জনগণ রাস্তায় নেমে আসলে তা সরকার সামাল দিতে পারবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।

শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ আন্দোলন করায় শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ (শুক্রবার) এক শিক্ষার্থী আমার গাড়ি থামিয়ে চালককে সব কাগজ দেখাতে বলল। পরে তারা সেসব যাচাই করে জানাল সব ঠিক আছে। সেই সাথে চালককে সব সময় কাগজ সাথে রাখতে বলল। আমি অবাক হলাম, পাশাপাশি গর্ব অনুভব করলাম।’

যে কাজ আইনশৃঙ্খলা বাহিনীর করার কথা তা শিক্ষার্থীরা করছে জানিয়ে মওদুদ বলেন, ‘কেন শিক্ষার্থীরা এটা করছে? সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে বলেই শিক্ষার্থীরা এ কাজে যোগ দিয়েছে।’ এছাড়াও বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও শাসক দলের লোকদের হামলা চালানোর অভিযোগ তুলে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। ইউএনবি।