লোকালয় ২৪

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর নামকস্থানে মোটরসাইকেল ও সিএনজি (অটোরিকশা) সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুঘর্টনাটি ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়- যাত্রীবাহি সিএনজিটি হবিগঞ্জ থেকে নতুন ব্রীজ যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও সিএনজি যাত্রী আহত হয়।

শায়েস্তাগঞ্জ ৮নং ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।