লোকালয় ২৪

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শুক্রবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের ওলিপুর নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হল, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ষাটগ্রাম গ্রামের মইনুল হকের পুত্র রায়হান মিয়া (৪৫), একই উপজেলার লামাগ্রাম গ্রামের মস্তুফা মিয়ার পুত্র কামাল মিয়া (২৫) ও বগুড়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাইদ মিয়ার পুত্র জাহিদ মিয়া (২০)।

পুলিশ জানায়, আটককৃতরা ভোরাতে উল্লেখিত স্থানে একত্রে বসে যানবাহন ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কিছু লোকজন বিষয়টি আঁচ করতে পারে। পরে গ্রামবাসি একত্রিত হয়ে ডাকাতদের পাকড়াও করে। এসময় ওই ৩ জনকে আটক করা হলেও অন্যান্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল মুকিতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আটককৃত ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।