শায়েস্তাগঞ্জে জ্বরসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত পল্লী চিকিৎসকের মৃত্যু

শায়েস্তাগঞ্জে জ্বরসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত পল্লী চিকিৎসকের মৃত্যু

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জাহিদুর রহমান খোকন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার তিনি নিজ বাড়িতে মারা যান। ওই এলাকার শেখ দাউদুর রহমানের ছেলে তিনি।
জানা গেছে, প্রায় ৬ দিন ধরে তিনি জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সুতাং-বাছিরগঞ্জ বাজারে একটি হোমিওপ্যাথি চেম্বার রয়েছে তার। খোকন ব্যক্তিগত জীবনে ৫ বছরের এক কন্যা সন্তানের জনক। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল বলেন, মৃত ব্যক্তির শরীরে তিনঘন্টা পর্যন্ত করোনা ভাইরাস সচল থাকে, এর দেরী হলে পরীক্ষা করা যায় না। দেরীতে সিভিল সার্জন অফিস মৃত্যুর খবর পাওয়ায় উনার নমুনা নেয়া সম্ভব হয়নি।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, বিষয়টি আমরা শুনেছি। সাস্থ্যবিধি মেনেই দাফন ও জানাযা সম্পন্ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com