শায়েস্তাগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে দুইটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শায়েস্তাগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে দুইটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শায়েস্তাগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে দুইটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
শায়েস্তাগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে দুইটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে আড়াই কোটি টাকা ব্যয়ে দুইটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, বিশ্বজিৎ দেব, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন চৌধুরী দিলু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম রানু, হাবিবুর রহমান চৌধুরী, আশরাফ উদ্দিন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, আজমান মিয়া, ইউসুফ মিয়া, ইউপি সদস্য ছোয়াব মিয়া, ফরিদ মিয়া, আক্তার মিয়া, দিলখুশ মিয়া, মাওলানা আব্দুল মান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২ কোটি টাকা ব্যয়ে উল্লেখিত ইউনিয়নের মোজাহের উচ্চ বিদ্যালয় থেকে পশ্চিম নোয়াগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ এবং ৫০ লাখ টাকা ব্যয়ে একই ইউনিয়নের শাহজিবাজার রোড থেকে পশ্চিম নোয়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার মেরামত করছে।
ইউপি চেয়ারম্যান জজ মিয়া জানান, উল্লেখিত রাস্তা দু’টি সংস্কার এবং নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি ছিল। এমপি আবু জাহির এর বরাদ্দে আড়াই কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হচ্ছে। এতে শৈলজুড়া, ভাটি শৈলজুড়া, পুটিয়া, কেশবপুর, শেরপুর, বাদে শেরপুর, সূচিউড়া, নোয়াগাঁও, দুঃশাসন, বাখরপুর, মেরাশানী, বিশাউড়া, কেশবপুরসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণডুরা ইউয়িনের আর্ধশতাধিক গ্রামবাসী চলাচলের সুবিধা করবে। এলাকাবাসীর পক্ষ থেকে তিনি এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয়দের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব। এ সরকারের আমলে দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপনাদের রাস্তা নির্মাণ করে দিচ্ছি। জনগণের স্বার্থে রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা রেখে বাড়ি অথবা স্থাপনা নির্মাণের আহবান জানিয়ে তিনি বলেন, নতুন উপজেলা শায়েস্তাগঞ্জের উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই অনেকগুলো প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। শীঘ্রই এগুলো বাস্তবায়ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com