শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এক চিকিৎসকের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। এ সময় আহত হয়েছেন গৃহকর্তা।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে পৌরসভার লেঞ্জাপাড়া এলাকায় ডা. নজরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক।
গৃহকর্তা ডা. নজরুল ইসলাম জানান, রাতে ছয়জনের মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় তারা।
এসময় ডাকাতদের আঘাতে ডা. নজরুল আহত হলে তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ওই বাড়ির পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply