স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ও নূরপুর ইউনিয়ন পরিষদের ভোট ২৯ ডিসেম্বর। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এই দুটি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী। এই দুটি ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন- ব্রাহ্মণডোরায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান হোসাইন মো. আদিল (জজ মিয়া) ও নূরপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেবন মিয়া (ইসহাক আলী সেবন)। রোববার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ দুই ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর, প্রত্যাহার ১০ ডিসেম্বর। নূরপুরে ১১ হাজার ৮১১ জন ও ব্রাহ্মণডোরায় ১০ হাজার ৩০২ জন ভোটার রয়েছেন।
Leave a Reply