লোকালয় ২৪

শাহজাহান খানকে নিয়ে সরকারের জরুরী বৈঠক!

লোকালয় ডেস্ক : শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানে টানা তৃতীয় দিনের মত রাজধানীর বিভিন্ন সড়কে নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ-অবরোধে যান চলাচল অচলাবস্থার সমাধান খুঁজতে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুর একটা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছাড়াও পরিবহন মালিক ও শ্রমিকদের নেতা নৌমন্ত্রী শাহজাহান খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত আছেন। আরও আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইজিপি জাবেদ পাটোয়ারি, এবং বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা।

নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছাত্রদের চলমান আন্দোলন বিষয়ে সরকার দুর্ঘটনায় পড়া বাসের নিবন্ধন বাতিলসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আরও কী ধরনের পদক্ষেপ নিলে সংকট নিরসন সম্ভব হবে তাই হচ্ছে এ বৈঠকের মূল আলোচ্যসূচি।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কমকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলবেন।

গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সেদিনই বিক্ষোভে নেমে শতাধিক বাস ভাঙচুর করে নিহত দুই শিক্ষার্থীর রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্ররা। পরদিন বিক্ষোভে নামে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও। যা আজও চলছে।