বেনাপোল(যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের নাভরণ পুরাতন বাজার থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ রুনা আলম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাইওয়ে পুলিশ তাকে আটক করে। আটক নারী যশোরের শংকরপুর এলকার পরামানিকের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) পলিটন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮