বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আদম আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) রাতে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক আদম আলী শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী এলাকায় ফিরে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আদম আলীকে আজ জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।